যাঁ'কে অনুসরণ করলে ধর্মসিদ্ধ হবে না
==============================
যে-কোন ধর্মসংস্থা
বা দ্বিজাধিকরণই হো'ক না কেন --
যা' পূরয়মান অন্যান্য সংস্থায়
বিদ্বেষ পোষণ করে,
কাউকে ছোট করে,
কাউকে বড় করে,
অবতার বা প্রেরিত পুরুষগণের মধ্যে
ভেদ সৃষ্টি করে
বা উচ্চ-নীচ ক'রে ব্যাখ্যা করে,
তাঁ'দের বাণী ও সংস্কৃতিকে
নিজের প্রবৃত্তি-অনুপাতিক
ব্যত্যয়ী পরিবেশন করে,
ঈশ্বরকে দ্বয়ীভাবে আখ্যা দেয়,
যে-ধর্ম বা মতবাদ পঞ্চবর্হিকে স্বীকার করে না,
সপ্তার্চ্চি পালনে বিমুখ,
ঈশ্বর বা পূর্য্যমাণ প্রেরিতদের প্রতি
আত্মসমর্পণ ও আত্মনিবেদনে
নিয়ন্ত্রণ-পরান্মুখ,
ব্যক্তিস্বাতন্ত্রকে রক্ষা ক'রে
সমষ্টিকে সম্বর্দ্ধনা করার বালাই যা'তে নাই,
সত্তা ও ঈশ্বরে সার্থক হ'য়ে ওঠে না --
এমনতর প্রাণহীন বিকৃত
আনুষ্ঠানিক আতিশয্যকেই
যা' মুখ্য ধ'রে নেয়,
জনন-নীতিতে কৌলিন সংস্কৃতি-অনুপাতিক
অনুলোম বা প্রতিলোম
গ্রহণ বা বর্জ্জনের
ধান্ধা যেখানে নাই,
যা' ভূমা-উদ্দীপী নয়,
অব্যয়ী প্রজ্ঞার অন্তরায়ী
বিদ্বেষপ্রসূ বিকৃত জ্ঞানের আমন্ত্রক,
ভেদ, বিপর্য্যয় ও সঙ্কীর্ণ বুদ্ধির স্রষ্টা,
প্রবৃত্তি -অভিভূতির ঔদার্যপূর্ণ যন্ত্র,
-- এমনতর সংস্থা বা দ্বিজাধিকরণ
বা তা'র নায়ককে
অনুসরণ করতে যেও না --
সে-অনুসরণ ধর্মসিদ্ধ হবে না,
বিধিনিঃসৃত সত্তা সম্বর্দ্ধনী নয় তা' ,
তা' শয়তানেরই সন্মোহনী আকর্ষণ,
তা'তে ঠকবে,
বিভ্রান্তির কবলে হাবডুবু খেয়ে
পরিবেশকেও মজাবে ।। ৪০২ ।।
~শ্রীশ্রীঠাকুর (ধৃতি-বিধায়না ১ম)।।
==============================
যে-কোন ধর্মসংস্থা
বা দ্বিজাধিকরণই হো'ক না কেন --
যা' পূরয়মান অন্যান্য সংস্থায়
বিদ্বেষ পোষণ করে,
কাউকে ছোট করে,
কাউকে বড় করে,
অবতার বা প্রেরিত পুরুষগণের মধ্যে
ভেদ সৃষ্টি করে
বা উচ্চ-নীচ ক'রে ব্যাখ্যা করে,
তাঁ'দের বাণী ও সংস্কৃতিকে
নিজের প্রবৃত্তি-অনুপাতিক
ব্যত্যয়ী পরিবেশন করে,
ঈশ্বরকে দ্বয়ীভাবে আখ্যা দেয়,
যে-ধর্ম বা মতবাদ পঞ্চবর্হিকে স্বীকার করে না,
সপ্তার্চ্চি পালনে বিমুখ,
ঈশ্বর বা পূর্য্যমাণ প্রেরিতদের প্রতি
আত্মসমর্পণ ও আত্মনিবেদনে
নিয়ন্ত্রণ-পরান্মুখ,
ব্যক্তিস্বাতন্ত্রকে রক্ষা ক'রে
সমষ্টিকে সম্বর্দ্ধনা করার বালাই যা'তে নাই,
সত্তা ও ঈশ্বরে সার্থক হ'য়ে ওঠে না --
এমনতর প্রাণহীন বিকৃত
আনুষ্ঠানিক আতিশয্যকেই
যা' মুখ্য ধ'রে নেয়,
জনন-নীতিতে কৌলিন সংস্কৃতি-অনুপাতিক
অনুলোম বা প্রতিলোম
গ্রহণ বা বর্জ্জনের
ধান্ধা যেখানে নাই,
যা' ভূমা-উদ্দীপী নয়,
অব্যয়ী প্রজ্ঞার অন্তরায়ী
বিদ্বেষপ্রসূ বিকৃত জ্ঞানের আমন্ত্রক,
ভেদ, বিপর্য্যয় ও সঙ্কীর্ণ বুদ্ধির স্রষ্টা,
প্রবৃত্তি -অভিভূতির ঔদার্যপূর্ণ যন্ত্র,
-- এমনতর সংস্থা বা দ্বিজাধিকরণ
বা তা'র নায়ককে
অনুসরণ করতে যেও না --
সে-অনুসরণ ধর্মসিদ্ধ হবে না,
বিধিনিঃসৃত সত্তা সম্বর্দ্ধনী নয় তা' ,
তা' শয়তানেরই সন্মোহনী আকর্ষণ,
তা'তে ঠকবে,
বিভ্রান্তির কবলে হাবডুবু খেয়ে
পরিবেশকেও মজাবে ।। ৪০২ ।।
~শ্রীশ্রীঠাকুর (ধৃতি-বিধায়না ১ম)।।
No comments:
Post a Comment