Amazon Online Store

Blog Archive

Total Pageviews

Monday, March 26, 2012

সদদীক্ষা,সদগুরু,যুগাবতার,মানুষ ভগবান

সদদীক্ষা,সদগুরু,যুগাবতার,মানুষ ভগবান
সদগুরুর দীক্ষাই হল সদদীক্ষা।

সদগুরু হলেন যিনি যুগধর্ম প্রচারের জন্য,মানুষকে উদ্ধারের জন্য নতুন আদর্শ ও বিধান নিয়ে আসেন তিনি হলেন সদগুরু। যিনি জীবনের বাস্তব সূত্রগুলো জানেন এবং জীবনে পরিপালনের মধ্যে দিয়ে বাস্তবভাবে ফুটিয়ে তুলেন এবং সবার নিকট জীবনের সার্বিক চিত্র ফুটিয়ে তুলেন তিনি সদগুরু। সদগুরু মানে বাস্তবদর্শী, প্রায়োগিক এবং আধ্যাত্মিক যুগপুরুষোত্তম।তিনি ধরাধামে ভগবানরূপে অবতরণ করে মুক্তির পথ দেখান।

যুগাবতার হলো যিনি মানুষকে উদ্ধারের জন্য প্রতি যুগে যুগে আসেন। তিনি যুগধর্ম প্রচার করেন। বিভ্রান্ত মানুষকে সঠিক পথ দেখান।

মানুষ ভগবান হলেন যিনি ঈশ্বরের প্রতিভূ ,ঈশ্বর কর্তৃক প্রেরিত এবং ঈশ্বর বাণী প্রচারের জন্য ধরাধামে অবতীর্ণ হন তিনি মানুষ ভগবান। ঈশ্বর যখন ধরাধামে আসেন তিনি তখন ভগবান।

কল্কিযুগে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন সদগুরু ও মানুষ ভগবান। তাই আমাদের তাঁর দীক্ষা নিয়ে  আদর্শ অনুসরন করাই কর্তব্য। তাতেই আমার পরম মঙ্গল নিহিত রয়েছে। সবাই আসুন ঠাকুরের পথ অনুসরণ করি।










 










No comments:

Post a Comment